ঢাকা, ২১শে অক্টোবর, ২০২৪ ইং | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী

তিনবার কবুল বললেই কি বিয়ে হয়ে যায়?


প্রকাশিত: 3:12 AM, November 14, 2019

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ১৯০৮তম পর্বে তিনবার কবুল বললেই বিয়ে হয়ে যাবে কি না, সে সম্পর্কে ই-মেইলে জানতে চেয়েছেন রিমন আহমেদ। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন: একটি মেয়ে। তার স্বামী আছে। কিন্তু সেই মেয়েটির সঙ্গে অন্য একটি ছেলের সম্পর্ক গড়ে ওঠে এবং ছেলে ও মেয়ে তিনবার করে কবুল বলে। এটা কি ঠিক?

উত্তর: না, এটা ঠিক নয়। এই যে তিনবার করে কবুল বলল, অথচ স্বামী আছে। অর্থাৎ বিবাহিতা। তারপরও তিনি তিনবার করে কবুল বলেছেন। এটা ঠিক নয়। এটা পরকীয়ার বিষয়, অন্যায় বিষয়। এর সঙ্গে বিয়ের সামান্যতম কোনো সম্পর্ক নেই। তাঁরা খারাপ কাজে লিপ্ত আছেন, যে কাজটি অবৈধ। এখন স্বামীর কাছেই তাঁর ফিরে যাওয়া উচিত এবং সেখানেই স্থির থাকা প্রয়োজন।