ঢাকা, ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ ইং | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৫ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী

ইরান আতঙ্কে কাতার থেকে সামরিক ঘাঁটি সরিয়ে নিল যুক্তরাষ্ট্র


প্রকাশিত: 7:54 PM, September 30, 2019

ইরানের সঙ্গে উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে সেনা কমান্ড সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সাউথ ক্যারোলিনায় তা স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের বরাতে আল আরাবিয়া জানায়, কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে সাত হাজার কিলোমিটার দূরে সাউথ ক্যারোলিনার বিমানবাহিনীর ঘাঁটিতে অবস্থান নিয়েছে মার্কিন সেনারা। এর মাধ্যমে গত ১৩ বছরের মধ্যে এই প্রথম মধ্যপ্রাচ্য থেকে কমান্ড সরিয়ে দেশে ফেরত নিল যুক্তরাষ্ট্র।

কোনো ধরনের ঘোষণা ছাড়া মার্কিন সরকারের এমন উদ্যোগে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি শনিবার থেকে শূন্য হয়ে পড়েছে।
মার্কিন সামরিক বাহিনীর ৬০৯ তম এয়ার অ্যান্ড স্পেস অপারেশন সেন্টারের কমান্ডার কর্নেল ফ্রেডরিক কোলম্যানের দাবি, ইরান অনেকবার বিভিন্ন সূত্রের মাধ্যমে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার ইঙ্গিত দিয়েছে।

ওই বিমানঘাঁটি ব্যবহার করে সিরিয়া,আফগানিস্তানসহ উপসাগরীয় বিভিন্ন দেশে ৩০০ বিমানের মাধ্যমে বিভিন্ন যৌথ অপারেশন পরিচালনা করত যুক্তরাষ্ট্র। কিন্তু ঘাঁটিটি সরিয়ে ফেলার কারণে এখন সবধরণের কার্যক্রম বন্ধ রয়েছে।